রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সুদমুক্ত ফাউন্ডেশনের উদ্যোগে যাকাত ও সুদের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সুদমুক্ত ফাউন্ডেশনের সভাপতি সাইফ আল ইমরান। তিনি বলেন, 'সকলের মধ্যে অর্থনৈতিক ন্যায্যতা, যাকাতের গুরুত্ব ও সুদের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।'
কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা, যাতে সমাজে সুদের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় এবং মানুষ ইসলামী অর্থনীতির সঠিক জ্ঞান অর্জন করতে পারে।