নিউজ ডেস্ক, রাঙ্গাবালী সংবাদ
রাঙ্গাবালী সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গাবালী উপজেলা শাখা আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ ) রাঙ্গাবালী উপজেলা শাখা ছাত্রশিবির আয়োজিত ‘শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’ ফাইনাল ম্যাচে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা সেক্রেটারি কে এম তামিম,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা এইচ.আর.ডি সম্পাদক হাফেজ মুহাম্মদ তানভীর।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাঙ্গাবালী উপজেলা সেক্রেটারি মুহাম্মদ হাসিবুর রহমান, অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল ইমন, অফিস সম্পাদক মেহেদী হাসান।
আয়োজিত টুর্নামেন্টের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবিরের রাঙ্গাবালী সরকারি কলেজ শাখার সভাপতি মুহাম্মদ লিমন।
ফাইনালে রাঙ্গাবালী সরকারি কলেজ রংধনু স্টোরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাঙ্গাবালী সরকারি কলেজ সুপার জায়েন্ট।
খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ ও পরবর্তীতে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সরকারি কলেজের ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল শেষে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর পর্দা নামানো হয়।
Leave a Reply