নিউজ ডেস্ক, রাঙ্গাবালী সংবাদ
পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গাবালী উপজেলা শাখার উদ্যোগে রাঙ্গাবালী সরকারি কলেজ মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি ছাত্রশিবির পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি কে এম তানিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের এইচ আরডি সম্পাদক তানভীর মাহমুদ, রাঙ্গাবালী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম, রাঙ্গাবালী উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রহমান।
উক্ত টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় রাঙ্গাবালী সরকারী কলেজ রংধনু গার্মেন্টস বনাম রাঙ্গাবালী সরকারি কলেজ সুপার জেন্স।
টসে হেরে প্রথমে ব্যাট করে রাঙ্গাবালী সরকারি কলেজ সুপার জেন্স, নির্ধারিত ১০ ওভারে তারা ৪ উইকেটে ৫৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে রাঙ্গাবালী সরকারি কলেজ রংধনু গার্মেন্টস ১০ ওভারে ৫ উইকেটে ৩৭ রান সংগ্রহ করে ।
এতে চ্যাম্পিয়ন হয় রাঙ্গাবালী সরকারী কলেজ সুপার জেন্স, খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে বিজয়ী ট্রফি তুলে দেওয়া হয়।
Leave a Reply