ইয়াসিন আরাফাত জাবের, রাঙ্গাবালী (পটুয়াখালী)
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় “রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (RMTP)” এর উদ্যোগে ক্ষুদ্র উদ্যোক্তা/ উৎপাদনকারীদের ফেসবুক পেজ ও বিষয়বস্তু প্রস্তুত বিষয়ক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ ঘটিকায় উপজেলার কৃষি অফিসের প্রশিক্ষণশালা রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এ,ভি,সি,এফ ওমর ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কোডেক রাঙ্গাবালী শাখার এরিয়া ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম, ভ্যালু চেইন ফেসিলিটেটর ( ভি,সি,এফ) মো: কামরুজ্জামান, ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষ ট্রেইনার মুহাম্মদ জাকির হোসেন ।
এসময় ট্রেইনাররা বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায় সফলতা নির্ভর করে, তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের পণ্যের উপর। আর এ ক্ষেত্রে প্রকল্পভুক্ত কর্মকর্তাদের ভূমিকা অপরিসীম। তাই মৎস্য ও মৎস্যজাত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে প্যাকেজিং, প্রাইসিং, ব্রান্ডিং, এবং সাপ্লাইচেইন উন্নয়নের বিষয়ে প্রকল্পভূক্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য অনলাইনে বা সকলের শারীরিক উপস্থিতিতে প্রশিক্ষণ অপরিহার্য ।
ক্রেতার চাহিদা অনুযায়ী সতেজ ও ভ্যালু এডেড মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ, ভ্যালু এডেড পণ্য প্যাকেজিং, প্রাইসিং, ব্রান্ডিং, পণ্য পরিবহন ও সংরক্ষণ, মৎস্য সরবরাহ শৃঙ্খলে ‘কুল চেইন’-এর প্রয়োজনীয়তা সাপ্লাইচেইন উন্নয়ন ইত্যাদি বিষয়ে প্রকল্পভুক্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করে ।
নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্যের বাজার সম্প্রসারণ সম্পর্কে দক্ষতা বৃদ্ধি করতে হবে । এবং ফেসবুক পেজ এর মাধ্যমে ব্রান্ডিং ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে ।
Leave a Reply