1. admin@rangabalisangbad.com : rangabalisangbad :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গাবালীতে এসএসসি পরীক্ষার্থীদের সুপেয় পানি বিতরনে ছাত্রশিবির সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত-২ প্রাইভেটকার জব্দ রাঙ্গাবালীতে বিএনপি নেতা আল মামুনের উদ্যোগে দলীয় নেতাকর্মী নিয়ে ঈদ পুনর্মিলনী রাঙ্গাবালীতে যাকাত ও সুদের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক খানকে পুলিশ সদর দপ্তরে বদলি বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় ফুলবাড়ীতে ইফতার বিতরণ ও দোয়া ঈদ উপহার নিয়ে গণঅভ্যুত্থানে শহীদ জামালের বাড়িতে গেলেন কোস্টাল ইয়ুথ এসোসিয়েশন সদস্যরা গণঅভ্যুত্থানে শহীদ জামালের বাড়িতে ঈদ উপহার নিয়ে গেলেন ইউএনও নতুন আঙ্গিকে মুক্ত বাংলাদেশ সংবাদপত্রের যাত্রা শুরু

চক্কর ৩০২ ‘কাউয়া কমলা খাইতে জানে না’

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৬৫ বার পাঠ করা হয়েছে
'কাউয়া কমলা খাইতে জানে না' গানের দৃশ্য

ডেস্ক রিপোর্ট,

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে ছবি ‘চক্কর ৩০২’। এর মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবনের। ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ করিম। দিন কয়েক আগে প্রকাশিত হয়েছে ছবির টিজার। বরবাদ, দাগি, জংলি, জ্বীন ৩-এর সঙ্গে আসন্ন ঈদে পাঁচ নম্বর ছবি হিসেবে যুক্ত হলো মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’।

 

শরাফ আহমেদ জীবন পরিচালিত গেল সপ্তাহে এই ছবি মুক্তির ঘোষণায় অভিনব প্রচারণা কৌশল পছন্দ করেছেন দর্শক!

 

এরপর তিন দিন আগে এসেছে ছবির সোয়া এক মিনিটের টিজারও! এবার এলো ‘চক্কর ৩০২’-এর প্রথম গান ‘কাউয়া কমলা খাইতে জানে না’।

 

লোকসংগীতের ধাঁচে গাওয়া মাতাল রাজ্জাক দেওয়ানের কৌতুকপূর্ণ কথার এই গানটির মাধ্যমে ‘চক্কর’-এর কিছুটা আবহ ফুটিয়ে তুলেছেন নির্মাতা।

 

গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজল দেওয়ান এবং গানটির নতুন করে সংগীত আয়োজন করেছেন সময়ের আলোচিত সংগীত ব্যক্তিত্ব ইমন চৌধুরী। যদিও গানটি বহু পুরনো, বিভিন্ন লোকশিল্পী গানটি গেয়েছেন- তবে অনেকে মনে করছেন, সিনেমায় ব্যবহারের ফলে নতুন মাত্রা পাবে এটি। ইউটিউবে টাইগার মিডিয়ার চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়েছে। এটি মূলত রাজ্জাক দেওয়ানের জনপ্রিয় গান ‘কাউয়া কমলা খাইতে জানে না’-এর নতুন সংস্করণ।

একটি প্রমোদতরীতে আঞ্চলিক ভঙ্গিতেই গানের আসরটি দেখা যায়। ভাসমান যে তরীটিই টার্গেট গোয়েন্দা পুলিশের। যেখানে সাঙ্গপাঙ্গসহ লুকিয়ে আছে অপরাধী। এমন আবহই ফুটে উঠেছে গানে। যে আসরের মধ্যমণি সুমন আনোয়ার!

 

গানের শেষ দিকে দেখা যায় অনেক কাঠখড় পুড়িয়ে ভাসমান সেই জাহাজটিতে উঠেন ‘চক্কর’-এর মূল গোয়েন্দা মোশাররফ করিম! শেষ পর্যন্ত কি অপরাধীদের মুখোমুখি হন এই গোয়েন্দা?

‘কাউয়া কমলা খাইতে জানে না’ সম্পর্কে ইউটিউব পোস্টে দেয়া হয়েছে অন্যরকম ইঙ্গিত। সেখানে বলা হয়েছে “মাতাল রাজ্জাক বলেছেন, ‘কাউয়া নাকি কমলা খাইতে জানে না’ কিন্তু এই কাউয়া সেই কাউয়া না। এই কাউয়া আকাশে উড়ে না, বাতাসে নড়ে না—এটা আপনার-আমার অন্তরে থাকে আর কা কা করে!”

 

গানটি ইতিমধ্যে দর্শক পছন্দ করতে শুরু করেছেন। শুভ নামের একজন মন্তব্য করেছেন,“এই গানের জন্য ‘চক্কর ৩০২’ অনেক দর্শককে পাবে, আমাদের আপন সুরের গান। কাজল দেওয়ানকে কাজে লাগানোয় খুব ভালো লাগছে, এ্যারেঞ্জমেন্ট দারুণ।”

মুক্তা নামের একজন লিখেছেন,“অসাধারণ গান। অনেক দিন পর একটা দেশী গান শুনলাম।” আরেকজন লিখেছেন, “আবারো ইমন চৌধুরী ম্যাজিক,এসময়ের সেরাদের একজন।” অনেকে গানটির জনপ্রিয়তা ‘হাওয়া’ ছবির ‘সাদা সাদা কালা কালা’ গানের মতো হবে বলে পূর্বাভাস দেন।

 

যেমন চয়ন অধিকারী নামের একজন লিখেছেন,“এই গানটা অনেক দূরে যাবে। দেখে নিয়েন। ভালোবাসা রইলো মুভির টিমের প্রতি।”

 

২০২১-২২ অর্থবছরে ‘চক্কর’ সিনেমার জন্য সরকারি অনুদান পান শরাফ আহমেদ জীবন। ছবিতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দীনার, রওনাক হাসান, সুমন আনোয়ার, রীকিতা নন্দিনী শিমুসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি এবং ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি