২০০৯ সালে রিয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ফ্লোরেন্তিনো পেরেস। এরপর থেকে অসংখ্য শিরোপা জয়ের স্বাদ পেয়েছে লস ব্লাঙ্কোসরা। সেই সঙ্গে নিজের চেয়ারটা আকড়ে ধরে রেখেছেন তিনি। এবার নিজের চেয়ারের মেয়াদটা আরও ৪ বছর বাড়ালো ইউরোপের সফলতম এই ক্লাবটির প্রধান।